বিনামূল্যে ৪৪ বুথে করোনা শনাক্তের নমুনা সংগ্রহ চলছে

বিনামূল্যে ৪৪ বুথে করোনা শনাক্তের নমুনা সংগ্রহ চলছে
বিনামূল্যে ৪৪ বুথে করোনা শনাক্তের নমুনা সংগ্রহ চলছে

করোনা সংবাদঃ
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন কি না তা শনাক্তে নমুনা সংগ্রহ করে চলেছে ‘জে কে জি হেলথকেয়ার’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

নমুনা সংগ্রহের জন্য সংগঠনটি ঢাকা ও নারায়ণগঞ্জে ছয়টি স্পটে ৪৪টি করোনা শনাক্ত বুথ স্থাপন করেছে। এসব এলাকা থেকে প্রতিদিন ৩০০-৩৫০ জনের নমুনা সংগ্রহ করছেন তারা।

নমুনা সেংগ্রহের পরে সেগুলো সরকার–নির্ধারিত করোনা শনাক্তকরণ ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়। যাঁরা নমুনা দেন, সেই পরীক্ষার ফলাফল মুঠোফোনের মাধ্যমে তাঁদের জানিয়ে দেওয়া হয়।

পর্যায়ক্রমে সারা দেশে এমন ৩২০টি বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সন্দেহভাজন করোনা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহের জন্য দক্ষিণ কোরিয়ার সিওলের একটি হাসপাতাল এইচ প্লাস ইয়াংজিতে, সর্বপ্রথম বুথের মাধ্যমে পরীক্ষা সুবিধা চালু হয়। দেশটিতে সফল ফলাফলের পর ভারতের কেরালা রাজ্যেও চালু করা হয় পদ্ধতিটি।

কাঁচে ঘেরা কেবিনের মতো দেখতে বুথটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে, স্বাস্থ্যকর্মীরা যেখানে অবস্থান করেন সেখানকার পরিবেশ সবসময় জীবাণুমুক্ত থাকে। সন্দেহভাজন যে কেউ নির্ধারিত বুথে গিয়ে পরীক্ষা করতে পারবেন। বার বার হটলাইনে ফোন করতে হবে না বলে এ পদ্ধতি জনগণের ভোগান্তি কমাবে ।

এ পদ্ধতিতে স্কুল ও কলেজ প্রাঙ্গনে এসব নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হবে। যা অনেক মানুষের মধ্য থেকে স্বাস্থ্যকর্মী ও হাসপাতালকে সুরক্ষিত রাখবে। নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য অধিদফতরের নিজস্ব পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হবে।

সম্পূর্ন বিনা মূল্যে নমুনা সংগ্রহকারী জে কি জে হেলথকেয়ার, ওভাল গ্রুপের একটি অঙ্গসংগঠন।

-ডিকে

FacebookTwitter