ঢাকা-১২ আসনে নৌকা প্রতীকের প্রচারণায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে বিশাল শোডাউন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর ফার্মগেট থেকে বিকালে মিছিলটি শুরু হয়ে কাওরান বাজার, মগবাজার হয়ে মালিবাগের দিকে যায়। কয়েকভাগে বিভক্ত ছিল এ প্রচার মিছিল।

মিছিলের প্রথমভাগে একটি ছাদখোলা জিপে দাঁড়িয়ে হাত নেড়ে ভোটারসহ সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

দ্বিতীয়ভাবে শতাধিক মোটর সাইকেলের বহর, ঘোড়ার গাড়ি, ফেস্টুন সাজানো রিক্সাভ্যান।

তৃতীয়ভাগ জুড়ে ছিলেন মহিলা আওয়ামী লীগসহ দলের নারী কর্মীরা। এরপর ঢাকা-১২ আসনের নানা ইউনিট থেকে যোগ দেয়া আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনগুলোর খ- খ- মিছিলের সমন্বয়ে একটি বিশাল শোডাউন দিয়েছেন নৌকার প্রার্থী।

মিছিলে কর্মী-সমর্থকদের হাতে ছিল নৌকা প্রতীকের ফেস্টুন, মাথায় নৌকা আঁকা হেড ব্যান্ড।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily