সারাদেশঃ
রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনায় ১০ জনের নামে মামলা হয়েছে।

মামলার এজাহারে সাতজনের নাম উল্লেখ করে এবং বাকি ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব।

এজাহার ভুক্ত আসামিরা হলেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদ (৫৫), ভাণ্ডাররক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের দপ্তরের পিয়ন সেলিম (৪১), নির্বাহী পরিচালকের পিএ নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামূল (৩৫), পিয়ন ফারুক (৪০) ও ড্রাইভার আবদুস সবুর (৪২)।

রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়াও ভিডিও ফুটেজ দেখে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএমডিএর দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। সাংবাদিকদের আন্দোলনের মুখে হামলায় জড়িত ভাণ্ডাররক্ষক মো. জীবন ও পরিচালকের গাড়িচালক আবদুস সবুরকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily