ডেস্ক রিপোর্টঃ

শাহেদুল ইসলাম (২২) নামে একটি ছেলে গত ০৪.০৭.২০২১ ইং তারিখ সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সি ব্লকের ২৩৬/৩ বাসা থেকে অভিমান করে বের হয়ে গেছে।

শাহেদুল ইসলামের গ্রামের বাড়ি ফেনী ছাডিপুর মুক্তার বাড়ী।

শাহেদুল ইসলাম বর্তমানে একটি প্রাইভেট বিশ্বিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর অধ্যয়ন রত ছিলো) বের হবার সময় তার গায়ে ছিল নেভি ব্লু কালারের গেঞ্জি ও পরনে ছিল নেবি ব্লু কালারের ট্রাউজার । তার উচ্চতা ৫-৮” গায়ের রং উজ্বল শ্যামলা,মুখমন্ডল গোলাকার ।

এ ঘটনায় তার পারিবারের পক্ষ থেকে ভাটরা থানায় একটি নিখোঁজ হিসেবে ডায়রি করা হয়েছে। নম্বুর ৩৬৬ ৭/৭/২০২১।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়:
কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিখোঁজের পিতা মোঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করতে বিশেষ অনুরোধ জাজানো হয়েছে। ফোন: 0171152 2417,01673795398

-বাংলাডেইলি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily