বাণিজ্য মেলার টিকিটের দাম বাড়বে

বাণিজ্যঃ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) টিকিটের দাম বাড়াতে চলেছে।

গত বছর পর্যন্ত ৩০টাকার টিকিটে মেলায় প্রবেশ করা গেলেও নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া মেলায় এবার গুণতে হবে বাড়তি ১০টাকা।

বাসসের খবরে বলা হয়, রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫০টি প্যাভিলিয়ন ও স্টল থাকছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক অভিজিৎ চৌধুরী জানান, মেলার প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। দেশি ও বিদেশি দর্শনার্থীদের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

মেলায় এবার সবমিলিয়ে ৪৫০টি স্টল থাকবে। এর মধ্যে রয়েছে প্রিমিয়ার প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল ও খাবারের দোকান। এবারও অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে।

-ডিকে

FacebookTwitter