সারাদেশঃ

ভারত থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ঝিনাইদহে আরো ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ ৭ ডিসেম্বর, শনিবার সকালে জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির  সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর-খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক লে. কর্নেল কামরুল আহসান।

তিনি জানান, কুসুমপুর বিওপির সীমান্ত অতিক্রম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আজ শনিবার সকালে ১২ জনকে আটক করা হয়। সোনাগাড়ী সড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের আটক করা হয়। 

এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। আটকরা সবাই নিজেদের গোপালগঞ্জ জেলার বাসিন্দা বলে দাবি করেছেন।

আটক বাংলাদেশি নাগরিকদের দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।

এ নিয়ে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মোট প্রায় ২৮৯ জনকে আটক করা হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily