বস্তিবাসী পূনর্বাসনে কমিটি গঠন, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

বস্তিবাসী পূনর্বাসনে কমিটি গঠন, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
বস্তিবাসী পূনর্বাসনে কমিটি গঠন, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইনঃ
পরিকল্পিত উপায়ে বস্তি অপসারণ এবং বস্তিবাসীদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য ১৫ সদস্যের
কমিটি গঠন করেছে সরকার।

কমিটির নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত ৩১শে মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল, জন-নিরাপত্তা সচিব মোস্তফা কামাল উদ্দিন, রেলপথ সচিব, স্থানীয় সরকার সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক সচিব, ভূমি সচিব, সেতু সচিব, সমাজকল্যাণ সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব।

-ডিকে

FacebookTwitter