আইন আদালতঃ
ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯৪ জ‌ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দা‌য়ের করেছে পুলিশ।

দুই মামলায় প্রধান আসামি করা হয়েছে সিটি মেয়র সাদিকে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন কতোয়ালী ম‌ডেল থানার ওসি নুরুল ইসলাম।

জানা গেছে, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান ও হত্যার উদ্দেশ্যে আঘাত ক‌রে গুলি বর্ষণের অপরাধে এই মামলা‌টি দা‌য়ের করেন থানার এসআই শাহজালাল মল্লিক।

এছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না, বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সের‌নিয়াবাত, আতিকুল্লাহ মু‌নিম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রাজীব হো‌সেন খান, মহানগর শ্রমিক লী‌গের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, মহানগর ছাত্রলীগ নেতা অনিক সের‌নিয়াবাত, রইজ আহ‌ম্মেদ মান্নাসহ অন্যদের।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily