অনলাইনঃ
করোনা ভাইরাসের ছোবলে সারাবিশ্ব আজ নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। সরকার, স্বেচ্ছাসেবী নানা সংগঠন এই দূর্যোগ মোকাবেলায় অসহায় মানুষের পাশে অনবরত সহায়তা করে চলেছে।

মহামরীর এই মূহুর্তে দেশে অনেক রাজনৈতিক অনেক নেতাকেই জনগণের পাশে থাকতে দেখা যাচ্ছে না। কিন্ত এখন পর্যন্ত নিরলসভাবে জনগনের পাশে রাতদিন কাজ করে যাচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগের এই শীর্ষ নেতা তাঁর সহায়তার হাত বাড়িয়েছেন এবার বধির প্রতিবন্ধীদের সাহায্যার্থে। আজ তিনি বধিরদের মধ্যে নগদ অর্থ, বস্ত্র,খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

আজ সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে ৫ শতাধিক বধির প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ, বস্ত্র, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা সামগ্রি তুলে দেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ডিএনসিসি’র কাউন্সিলর জাকির হোসেন বাবুল, সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক এ্যাড শামিম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মনিরুল ইসলাম হাওলাদার , ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, আসাদুজ্জামান , এ্যাড মো: গোলাম কিবরিয়া, আব্দুল হাকিম তানভীর, এরফান চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা ভাইরাসের কারণে বধির প্রতিবন্ধিরা অসহায় হয়ে পড়েছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের অসহায় মানুষের পাশে রয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ বধির প্রতিবন্ধিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হলো। করোনা পরিস্থিতি যতদিন থাকবে, যুবলীগের সহায়তা অব্যাহত থাকবে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের অসহায় মানুষ এবং চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ।

সারাদেশে করোনা প্রতিরোধে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা।

-আরএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily