অনলাইনঃ
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ১০ জানুয়ারি দিনব্যাপী কর্মসূচি পালন করবে।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিকাল ৪টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ৫১, ৫১/এ, পুরানা পল্টন, ঢাকায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সমমনা সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনায় অংশগ্রহণ করবেন। সংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানানো হয়েছে।