ফেসবুকে টাকা দ্বিগুন: ১ প্রতারক আটক

আইন আদালতঃ
ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা দ্বিগুণ করে দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ।

পুলিশ কর্মকর্তার পরিচয়ে রিফাত আহম্মেদ ওরফে রুবন (৩০) এ সব কাজ করতেন। ১৫ ডিসেম্বর, রবিবার দুপুরে সিআইডির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তিনি নিজেকে কখনো পুলিশের এডিসি, ডিআইজি আবার কখনো সিআইডি কিংবা কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন।

গত ১৪ ডিসেম্বর, শনিবার রাতে দিনাজপুরের পাহাড়পুর থেকে এই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার মনিটরিং টিম।

সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, সিআইডির সাইবার টিম বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নিয়মিতভাবেই মনিটরিং করে।

এতে দেখা যায়, ফেসবুকে রিফাত আহমেদ নামের এক ব্যবহারকারী তার আইডির প্রোফাইল এবং কভার পিকচারে পুলিশের ছবি ব্যবহার করছেন।

ফ্রিল্যান্সিং করার জন্য তার আইডিতে বিভিন্ন সময় পোস্ট দিচ্ছেন এবং নিজেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার এবং সিআইডির অফিসার পরিচয় দিয়েও পোস্ট দিচ্ছেন।

বিষয়টি সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণে রেখে তাকে শনাক্তের চেষ্টা চালায়।

তিনি আরো জানান, এর মধ্যেই সিআইডির ফেসবুক পেজে বেশ কয়েক জন ওই আইডি সম্পর্কে অভিযোগ জানান। এর ভিত্তিতেই দিনাজপুরের পাহাড়পুর থেকে সাইবার পুলিশ সেন্টারের সিনিয়র এএসপি জুয়েল চাকমা এবং এসএসপি চাতক চাকমার নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই এলাকা থেকেই প্রতারণামূলকভাবে ফেসবুক আইডিটি পরিচালনা করে আসছিলেন। এমনকি কয়েক মাস ধরে বিকাশ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ২০ থেকে ৩০ জনের কাছ থেকে অর্থ নেন।

-কেএম

FacebookTwitter