স্পোর্টস ডেস্কঃ

মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান। তিনি বলেন, সাবেক ফুটবলার কায়সার হামিদ বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

জাতীয় ফুটবল দলের এক সময়ের অধিনায়ক কায়সার হামিদ বাংলাদেশে ফুটবল ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার। তিনি ‘মোহামেডানের কায়সার হামিদ’ নামেই পরিচিত ছিলেন।

গত শতকের ৯০ এর দশকের শুরুতে ফুটবল থেকে বিদায় নেয়ার পর কায়সার হামিদ জাকের পার্টিতে যোগ দিয়েও আলোচনার জন্ম দেন। এই দলটির হয়ে সংসদ নির্বাচনে গোলাপ ফুল প্রতীকের প্রার্থীও হয়েছিলেন তিনি।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily