আর্ন্তজাতিকঃ
মরণ ব্যাধি ডেঙ্গুকে মহামারি হিসেবে ঘোষণা করেছে ফিলিপাইন সরকার।
এই রোগে ওই দেশে অন্তত ৬২২ জনের মৃত্যু হয়। এর পর ডেঙ্গুকে ‘জাতীয় মহামারি’ হিসেবে ঘোষণা করল ফিলিপাইন।
ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ০১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত অন্তত ১ লাখ ৪৬ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
যা গত বছরের তুলনায় যা শতকরা ৯৮ ভাগ বেশি। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ৬২২ জন।
ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো দুকে এক বিবৃতিতে বলেছেন, ‘কোথায় কোন ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা শনাক্ত করতে এবং ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় প্রশাসন যেন কুইক রেসপন্স ফান্ড ব্যবহার করতে পারে, সে কারণে ডেঙ্গুকে জাতীয় মহামারি হিসেবে ঘোষণা করা হলো।’
এ বছর দেশটিতে সর্বোচ্চ ২৩ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ওয়েস্টার্ন বিসায়াস অঞ্চলে। এ ছাড়া কালাবারজন, জামবোয়াঙ্গা পেনিনসুলা ও নর্দান মিন্দানাও অঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ গুরুতর হয়ে দেখা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি বছর প্রায় ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।
-কেএম