অনলাইনঃ
বাড্ডার প্রগতি সরণিতে মঙ্গলবার গভীর রাতে বিদ্যুত পোলের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়।নিহত চালক শাকিল আহমেদ তুর্য (২৩) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ফারদিন খান (২৪) নামে প্রাইভেটকারের অপর যাত্রী তুর্যের মামাতো ভাই গুরুতর আহত হয়েছেন। তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানা সূত্রে জানা গেছে, শাকিল আহমেদ তুর্যের বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে জরুরি প্রয়োজনে মামাতো ভাইকে নিয়ে বসুন্ধরা যাচ্ছিলেন। এসময় প্রগতি সরণিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিদ্যুৎ খুঁটিকে সজোরে ধাক্কা মারে। এতে বিদ্যুৎ খুঁটিটি গোড়া উপড়ে প্রায় কয়েক গজ দূরে সড়ে যায়। প্রাইভেটকারটির দুমড়ে-মুচড়ে ফুটপাত অতিক্রম করে একটি দোকানের শাটার ভেঙে ফেলে।
এ সময় গাড়ির গ্যাস সিলিন্ডারটি খুলে রাস্তায় পড়ে যায়। অল্পের জন্য এটি বিস্ফোরিত হয়নি। পথচারীরা এসে গাড়ি থেকে আহত দুজনকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তুর্য।
-আরআর/বি