আন্তর্জাতিকঃ
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের কড়াকড়ি আরোপ করছে ইতালি। আগামী সোমবার থেকে প্রায় পুরো ইতালিজুড়ে দোকানপাট, রেস্টুরেন্ট ও স্কুল বন্ধ থাকবে।

শনিবার এক বিবৃতিতে করোনার নতুন সংক্রমণ বিষয়ে সেদেশের মানুষকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী মারিও দ্রাগি।

এরই মধ্যে সংক্রমণের শঙ্কায় থাকা বিভিন্ন স্থানে পুরোপুরি কড়া স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে। স্বাস্থ্যবিধির কড়াকড়ির পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত রেখেছে ইতালি।

বিবিসি জানায়, আগামী বড় দিনকে সামনে রেখে ৩ থেকে ৫ এপ্রিল তিন দিন ধরে পুরো দেশ লকডাউন থাকবে। এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে ইতালি।

এক বছর আগে করোনার ফলে লকডাউন জারি করেছিলো ইউরোপের দেশটি। এরপরও থামানো যায়নি মৃত্যুর মিছিল।

আরও পড়ুন:

দেশটিতে করোনার ফলে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে, যা যুক্তরাজ্যের পর দ্বিতীয়।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily