অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সমুদ্রে প্রশিক্ষণ চলাকালে নৌবাহিনীর দুই সদস্য নিহত ও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আইএসপিআর’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন। তিনি জানান, সমুদ্রে প্রশিক্ষণ চলাকালে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। প্রশিক্ষণের সময় মিস ফায়ারিংয়ের কারণে এ হতাহতের এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানান, দুপুরের দিকে পতেঙ্গা ও ইপিজেড এলাকায় নৌবাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে যায়। এসময় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আসতে দেখে স্থানীয়রা খোঁজ নেন।
এসময় তারা জানতে পারেন সমুদ্রে প্রশিক্ষণের সময় নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া।
-আরবি