অনলাইনঃ
রাজধানীর নারিন্দায় লালমোহন সাহা স্ট্রিটের ৮৩১ নম্বর বাসা থেকে আরো একটি ভল্ট উদ্ধার করেছে র্যাব-৩।
এর ভেতরে বিপুল পরিমাণ টাকা ও গুলিসহ অস্ত্র পাওয়া গেছে। বাসাটি গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এনুর কর্মচারী আবুল কালামের।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে নারিন্দার এই বাড়িতে অভিযান চালানো হয়।
র্যাব-৩-এর অধিনায়ক সাফিউল্লাহ বুলবুল বলেন, ‘আমরা জানতে পেরেছি এনামুলের বডি গার্ড পাভেল এই ভল্ট ও গুলিসহ একটি রিভলভার রেখে গেছে। খবর পেয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভল্ট খোলা হয়েছে। প্রচুর পরিমাণে টাকা পাওয়া গেছে।
এর আগে র্যাব তথ্য পায়, ইংলিশ রোড থেকে পাঁচটি ভল্ট ভাড়া নিয়েছে এনামুল। এর সূত্র ধরে রাজধানীর বানিয়ানগরের বাসায় (হোল্ডিং নং ৩১) মঙ্গলবার সকালে অভিযান চালায় র্যাব।
বাড়ির তৃতীয় ও পঞ্চমতলায় অভিযান চালিয়ে ৩টি ভল্ট পাওয়া গেছে। ভল্টগুলো থেকে ১ কোটি ৫ লাখ টাকা নগদ, ৮ কেজি (৭৩০ ভরি) সোনা উদ্ধার করা হয়েছে। সোনার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। বাসাটি থেকে ৫টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এর মধ্যে ২টি পিস্তল, ১টি শটগান ও ২টি এয়ারগান রয়েছে।
অভিযান শেষে র্যাব-৩-এর অধিনায়ক বলেন, ‘ওয়ান্ডারার্স ক্লাবের অংশীদার এনামুল। সেখান থেকে পাওয়া লভ্যাংশের টাকা দিয়ে সোনা কিনে ভল্টে লুকিয়ে রাখতো সে। নগদ টাকা রাখতে বেশি জায়গার প্রয়োজন হয়। সেজন্য টাকাগুলো নিয়ে এসে সোনায় কনভার্ট করতো।’ আরও পড়ুনঃ
সম্রাটকে ২৪ ঘন্টার আলটিমেটাম
আরেক নেতা রুপনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে বলে জানান শফিউল্লাহ বুলবুল। তবে দুজনের কাউকেই পায়নি র্যাব।
-ডিকে