ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ
করোনা ভাইরাস প্র্রাদুর্ভাবের প্রেক্ষিতে কর্মহীন ও হতদরিদ্র পরিবার বর্গের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন, রংপুর শাখা হতে ১০০০ প্যাকেট ত্রাণ সামগ্রী সীমান্ত এলাকায় বসবাসরত ১০০০ পরিবারের মধ্যে বিতরণের নিমিত্তে নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক সংগ্রহ করা হয়।
এসব ত্রাণ সামগ্রী অধিনায়ক ৫৬ বিজিবি নীলফামারী লেঃ কর্ণেল মোঃ মামুনুল হক এর তত্ত্বাবধানে অদ্য ১৩ মে ২০২০ তারিখ নীলফামারী জেলার অধীনস্থ ডোমার উপজেলাধীন চিলাহাটি কোম্পানী ও অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও হতদরিদ্র ৪১০ পরিবারের মাঝে নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে পঞ্চগড় জেলার সদর উপজেলা, তেঁতুলিয়া ও বোদা উপজেলাধীন মাগুরমারী, ঘাগড়া, শিংরোড ও ডানাকাটা কোম্পানীমহ অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও হতদরিদ্র ৫৯০টি পরিবারের মাঝে নীলফামারী ৫৬ বিজিবি এর দায়িত্বধীন ০২টি জেলায় সর্বমোট ১০০০টি পরিবারের আনুমানিক ৬০০০ জনের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে চাউল ০৬ কেজি, ছোলা ০১ কেজি,আটা ০১ প্যাকেট, তেল ০১ বোতল (৫০০মিঃলিঃ),লবন-০১ প্যাকেট (৫০০গ্রাম), বিস্কুট-০১ প্যাকেট ও নুডুলস-০২ প্যাকেট প্রদান করা হয়। এসব পণ্য সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাও সেক্টর বিজিবি অধিনায়ক কর্ণেল মুরাদ জামান ও ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ মামুনুল হক এবং চিলাহাটি বিজিবি কোম্পানী কমান্ডার নুরুল আমিন ।
এছাড়াও গত ২৭ ও ৩০ এপ্রিল ২০২০ তারিখ নীলফামারী জেলার ডোমার থানাধীর সীমান্ত এলাকায় বসবাসরত সদস্যদের মাঝে ৪৫৮টি এবং পঞ্চগড় অধীনস্থ সদর উপজেলা, তেঁতুলিয়া,বোদা উপজেলধীন সীমান্ত এলকায় বসবাসরত ৫৪২ টি অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে সর্বমোট ১০০০ পরিবারকে নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল।
-শিশির