অর্থনীতিঃ
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার (৮ মার্চ ২০২১) তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম আউলিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার প্রধান শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও মানব সম্পদ বিভাগের প্রধান নাজিমুদ্দৌলা চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার (সিওও) ছামি করিম, এসভিপি ও ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ তারেক উদ্দিন, এফভিপি- সিআরএম বিভাগ ফারজানা বুশরা, এফভিপি ও লার্নিং এবং ট্রেইনিং বিভাগের প্রধান সাদিয়া মবিন হান্নান, প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ সকল নারী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নারী দিবস উপলক্ষে দিনের শুরুতে সকল নারী কর্মীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। প্রধান কার্যালয়ের ন্যায় প্রিমিয়ার ব্যাংকের সকল শাখায়ও একইভাবে দিনটি উদযাপন করা হয়।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা দৃশ্যমান, সেটাই যেন সম্মানের সাথে প্রতিধ্বনিত হয় সবার মাঝে এই আশাবাদ ব্যক্ত করেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী।

আরও পড়ুন:

একজন নারীকে সফল কর্মজীবী হওয়ার পাশাপাশি একজন সফল মা, স্ত্রী, গৃহিণীও হতে হয়। নারীর এই এগিয়ে যাওয়ার পথে সবাইকে মানবিক সঙ্গী হওয়ার আহবান জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, (এফসিএমএ)।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily