অনলাইনঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের সবারই শরীরের ৯০ শতাংশেরও বেশি পুড়ে গেছে।

শনিবার রাতে ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এতে গৃহিনী ফাতেমা ও তার তিন সন্তান সাফওয়ান, রাফি এবং মেয়ে রাফিয়া দগ্ধ হয়। রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণেই এমন ঘটনা বলে দাবি স্বজনদের।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রত্যেকের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। তাদের বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে রাখা হয়েছে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily