আইন আদালতঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াগাঁওয়ে অননুমোদিত কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের দায়ে কারখানার মালিক মো. জামাল মিয়াকে আটক করেছে র্যাব-১১।
কারখানা থেকে দেড় হাজার লিটার অ্যালকোহল, ১০০ মিলি. ওজনের ১ হাজার ৩০০ বোতল একমি ব্র্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার, ৫০ মিলি. ওজনের ২৫০ বোতল রেঞ্জার ব্র্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার, ৫০ মিলি. ওজনের ২৫০ বোতল লেবেলবিহীন হ্যান্ড স্যানিটাইজার ও ১ হাজার ২৫০টি রেঞ্জার ব্র্যান্ডের লেবেল জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব- ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। আটককৃত জামাল মিয়া মো. জামাল মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নোয়াগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় একটি অননুমোদিত কারখানায় বিশেষ অভিযান চালিয়ে এসব নকল স্যানিটাইজার ও সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি কারখানার মালিককে আটক করা হয়।
-কেএম