আইন আদালতঃ

নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আবদুর রাজ্জাককে দুদক কার্যালয়ে আনা হচ্ছে। পরে দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব্রিফিং করা হবে।

এর আগে গত ৮ জুলাই দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে উপ-পরিচালক নুরুল হুদা, সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও আতাউর রহমান আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily