সারাদেশঃ
ফেসবুকে করোনা ভাইরাস বিষয়ে গুজব ছড়ানোই জাকিরুল হোসেন জাকির (৪৩) নামে এক কলেজ শিক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।
নওগাঁ শহরের উকিলপাড়া থেকে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত জাকির আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের শিক্ষক। জাকির নওগাঁ শহরের উকিলপাড়ায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বাসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকিরুল হোসেন রবিবার রাত ১১ টার দিকে তার নিজের ফেসবুকে করোনা ভাইরাস আতঙ্কে নওগাঁয় ৩ জন আত্মহত্যা করেছে বলে গুজব ছড়ান। বিষয়টি স্থানীয় ও প্রশাসনের নজরে এলে সোমবার বিকালে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এরপর তাকে উকিলপাড়া মহল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।
সদর মডেল থানার (তদন্ত ) ওসি ফায়সাল বিন আহসান গণমাধ্যমকে জানান, জাকিরুল হোসেনকে আলাদতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
-কেএম