অনলাইনঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের দ্রুত উন্নতির ম্যাজিক হচ্ছে, দেশের প্রতি আন্তরিক ভালোবাসা, মানুষের উপর আস্থা-বিশ্বাস এবং তাদের কল্যাণে কাজ করা। জাতির পিতার দেখানো পথ অনুযায়ী কাজ করে যাচ্ছেন তিনি।

চারদিনের সফরে ইটালি পৌঁছানোর পর ইতালী আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে ইটালির রোমে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মিনিস্টার প্লেনিপোটেনসিয়ারি অব ইতালিয়ান ফরেন মিনিষ্ট্রি ত্রিস্টিয়ানো কোস্তাফাবি ও ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার।

সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে।

সন্ধ্যায় ইটালি আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সোনার বাংলা গড়ে তোলাই জাতির পিতার লক্ষ্য ছিল।

ই-পাসপোর্ট প্রদান, রেমিটেন্স পাঠাতে প্রণোদনাসহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সংবর্ধনায় বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আবদুল মোমেন। চার দিনের সফরের দ্বিতীয় দিনে ইটালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই শীর্ষ নেতা দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily