প্রশাসনঃ
ছিনতাইকারীর পিছু প্রায় এক কিলোমিটার দৌড়ে তাকে ধরে ফেললেন এক বাসযাত্রী।
পরে জানা যায়, সাহসী ওই বাস যাত্রী একজন ম্যাজিস্ট্রেট। তিনি সামনের বাসের জানালা থেকে এক যাত্রীর মোবাইল ছিনতাই করতে দেখে ধাওয়া করে ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন।
রাজধানীর নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দৌড়ে সায়েন্সল্যাব থেকে ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। পরে ধৃত ছিনতাইকারীকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়। কামরুল হাসান সোহেল বর্তমানে কেরানীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিউমার্কেট এলাকায় একটি বাসে বসে ছিলেন ওই ম্যাজিস্ট্রেট। তিনি হঠাৎ দেখতে পান ঠিক সামনের বাস থেকে এক ছিনতাইকারী জানালা দিয়ে যাত্রীর মোবাইল ছিনতাই করে দৌড় দেয়। তিনি তাৎক্ষণিক ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন। পরবর্তীতে সাইন্সল্যাব মোড়ে গিয়ে ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন তিনি। এরপর ছিনতাইকারীকে গণপিটুনি থেকে রক্ষায় নিউমার্কেট থানার এসআই মাসুদের জিম্মায় হস্তান্তর করা হয়।
ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, ‘বাসের জানালা দিয়ে দেখেই আমি দৌড় দেই। এভাবে যদি সবাই সবার স্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধীরা অপরাধ করার সাহস পাবেনা।’
-কেএম