দেশে ফিরলেন আটকে পড়া ১২৫ বাংলাদেশি

দেশে ফিরলেন আটকে পড়া ১২৫ বাংলাদেশি
দেশে ফিরলেন আটকে পড়া ১২৫ বাংলাদেশি

অনলাইন ডেস্ক:

দেশে ফিরেছেন ১২৫ বাংলাদেশি। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে লন্ডন থেকে ফিরেছেন তারা। সোমবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে এসব নাগরিক সোমবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। লন্ডন হাইকমিশনের অনুরোধে বাংলাদেশ সরকারের তত্ত্ববধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ এয়ার ফোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার রাত পৌনে ৮টায় হিথ্রো বিমানবন্দর থেকে এ বিশেষ ফ্লাইট ছাড়ে। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ বিমানবাহিনীর সহযোগিতায় এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

-এফকে

FacebookTwitter