চলমানঃ
দেশে আরও দুইজনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের উপস্থিতি। এ নিয়ে দেশে মোট আক্রান্তে সংখ্যা ৫৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ ২ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরো ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।

তবে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান তিনি।

গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৬ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২৫ জন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily