অনলাইনঃ

মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি মো. আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই বছরের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মামলা করেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে জাতির পিতা ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে পরের বছর ২৫ জানুয়ারি আরেকটি মামলা করেন এ বি সিদ্দিকী।

দুটি মামলাতেই খালেদা জিয়ার বিরুদ্ধে গত বছরের ৩০ জুন সংশ্লিষ্ট বিচারিক আদালতে প্রতিবেদন দেয় শাহবাগ থানা পুলিশ। প্রতিবেদন আমলে নিয়ে গত ২০ মার্চ এক আদেশে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily