সারাদেশঃ
দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৫৩)।
৬ আগস্ট, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদরের পুলহাট হামজাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সালাম সদর উপজেলার পুলহাট হামজাপুর গ্রামের মৃত বদু মোহাম্মদের ছেলে। জেলার কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত বুধবার রাতে পাঁচ বোন ও চার ভাই তাদের পিতার অবর্তমানে জমি ভাগ করা নিয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে ছোট ভাই ফরিদুল ইসলাম উত্তেজিত হয়ে বোনদের মারধর করে এবং বড় হাসুয়া নিয়ে ভাইদের কোপাতে যায়। এ কারণে বৈঠক শেষ না করেই ভয়ে সবাই পালিয়ে যায়।
আরো জানা গেছে, এর পরের দিন বৃহস্পতিবার সকালে বড় ভাই আব্দুস সালাম গরুর গোবর ফেলার জন্য বাড়ি থেকে বের হলে ফরিদুল ইসলাম আবারো বড় হাসুয়া নিয়ে হমলা চালায়। এ সময় বড় ভাইকে কুপিয়ে জখম করেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় সালামকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ফাতাউদ জামান বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে চাচা হাসুয়া দিয়ে আমার বাবাকে কুপিয়ে জখম করে। পরে তিনি মারা যান।’
ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘খুনীকে অবশ্যাই আইনের আওতায় আনা হবে।’
-ডিকে