আন্তর্জাতিকঃ
ভারতে প্রকাশ্যে থুতু ফেলাকে কেন্দ্র করে ঝগড়া ও হাতাহাতির ঘটনা এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম অঙ্কিত (২৬)।

দেশটির রাজধানী মধ্য দিল্লির শহিদ ভগত সিং কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে। ১০ জুন, বুধবার রাতের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তির নাম প্রবীন (২৯)। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

পুলিশের সূত্র জানায়, শহিদ ভগত সিং কমপ্লেক্সে এলাকায় প্রকাশ্যে থুতু ফেলেছিল অঙ্কিত। এ সময় প্রবীন তাকে থুতু ফেলতে নিষেধ করতেই দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি বেধে যায়। অঙ্কিতের বুকে, পেটে আঘাত লাগে। প্রবীনেরও কাঁধে, পেটে আঘাত লাগে। পরে দুজনকেই রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে অঙ্কিতের মৃত্যু হয়।

আরো জানা গেছে, এই ঘটনায় বুধবার রাত সাড়ে আটটা নাগাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। প্রবীনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। শুরু হয়েছে তদন্ত।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর পর থেকেই প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করা হয় ভারতে। থুতু থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে তাই এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily