মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ

তাহমিনা আদিবি একজন ইরানিয়ান নার্স। ইরানের আনজালি হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের হেড অব দ্যা নার্স। রোগীদের ভালোবেসে তাদের সাথে ২৪ ঘন্টা কাটিয়ে দিয়েছেন।

এতে করে তাঁর ব্যক্তি জীবনের অনেক শিডিউল এলোমেলো হয়েছে। তবুও নিজের ক্ষতি বড় করে দেখেননি তাহমিনা আদিবি। মানুষের সেবা করাকে ফরজ কাজ ভেবেছেন। তিনি মনে করতেন করোনা রোগীর সেবা করছেন, এটা তিনি মালিকের ইশারাতেই করছেন।

মালিক সবকিছু নির্ধারণ করে রেখেছেন। আমরা কেবল আমাদের ভাগের দায়িত্বটুকুর পারফর্মেন্স দিচ্ছি। নিজের জীবনকে তুচ্ছ মনে করে পরলোকে পাড়ি দিয়েছেন তাহমিনা আদিবি। সশ্রদ্ধ সালাম এই মহা মানবীকে।

এ সম্পকর্ে রেজওয়ান মাহমুদ নামের একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, তাহমিনা আদিবি দৃষ্টান্ত হয়ে থাকবে নিঃসন্দেহে। কিছু কিছু মানুষের জন্ম আর্ত মানবতার সেবার জন্য। নিজের জীবনকে পরের সেবায় বিলীন করে দেবার মধ্যে একটি আধ্যাত্মিক শান্তি আছে।

কিন্তু কাহাতক এটি! আমরা কেন খানিক বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী হবো না! নিজের জীবনকে তুচ্ছ ভাবা একটি মানবতাবাদী চরিত্র। নিজেকে রক্ষা করে সেবার মান বাড়ানো এবং অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার মধ্যে অপরিসীম অানন্দ। শোকের চেয়ে আনন্দ বেশি দরকার। তাঁকে সশ্রদ্ধ সালাম। তাঁর আত্মত্যাগের মহিমা আর্ত মানবতার শক্তি হোক।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily