ডেস্ক রিপোর্টঃ

৯৯৯ থেকে ফোন পেয়ে বঙ্গোপসাগর থেকে একটি ডুবন্ত জাহাজ থেকে ১১ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোষ্টগার্ড। জাহাজটি চট্টগ্রাম থেকে যশোর যাচ্ছিল।

৯৯৯ একটি জাতীয় জরুরি সেবা।

৬ মে, বুধবার সকাল সাড়ে ১০টায় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানায়, নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে ভাষাণচরের নিকটবর্তী বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনা স্থলে তাদের ‘আল নুর-২’ নামের জাহাজটির নিচ দিয়ে পানি ঢুকেছে। জাহাজে তারা ১১ জন নাবিক আছেন।জাহাজটি ডুবে যাচ্ছে। তাদের সাহায্য দরকার।

ইউএনবির খবরে বলা হয়, সাথে সাথে ৯৯৯ থেকে বিষয়টি ভাষান চর পুলিশ ফাঁড়ি, চট্টগ্রাম নৌ পুলিশ এবং কোষ্টগার্ডের হাতিয়া অঞ্চলকে দ্রুত উদ্ধার করার জন্য অনুরোধ করা হয়। খবর পেয়ে দ্রুত হাতিয়া কোষ্টগার্ডের একটি দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

উদ্ধার কার্যক্রম শেষে হাতিয়া কোষ্টগার্ডের লে. কমান্ডার আতিক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, জাহাজের ১১ জন নাবিককেই জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু জাহাজটি ডুবে গেছে। সাগর এবং নদী বেশ উত্তাল থাকায় তাদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানানো হয়।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily