ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২

ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২
ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২

আইন আদালতঃ
রাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধ‘ দুই যুবক নিহত হয়েছেন। এরা দু’জনই ছিনতাইকারী বলে দাবি করেছে ডিবি পুলিশ।

৫ জুলাই, রবিবার দিবাগত মধ্যরাতে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় কথিত এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহানউদ্দিন জানান, রাত ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকার সড়কে পুলিশের দেয়া ব্যারিকেডের সামনে পড়ে যান ছিনতাই চক্রের ওই দুই সদস্য।

এ সময় পুলিশ তাদের থামতে বললে তারা পালানোর চেষ্টা করেন ও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় ডিবি পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হন।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

-কেএম

FacebookTwitter