কামরুজ্জামান, জার্মান প্রবাসী,
শিশু শিক্ষা গবেষক ও কথা সাহিত্যিকঃ

যে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্রসীমায় অবস্থান করছে। যে দেশে শিক্ষা শেষে চাকুরীর নিশ্চয়তা নেই বেশীরভাগ শিক্ষার্থীর।

যে দেশে এখনও লক্ষ লক্ষ মানুষের ঠিকানা রাস্তার ফুটপাত। যে দেশে সামান্য বৃষ্টি হলে শহর তলিয়ে যায়। যে দেশে নদী খননের অভাবে বন্যায় ভেসে যায় ফসলের ক্ষেত।

যে দেশে ময়লা আবর্জানায় জন্ম হয় এখনও ঢেঙ্গু মশা। যে দেশে শিশু শিক্ষার নেই কোন নীতিমালা। যে দেশে এখনও সব শিশুরা দুধের স্বাদ পায় না।

সে দেশে হাজার কোটি টাকার স্যাটেলাইট ভাবনাই ছিলো বিলাসিতা। তার উপর ডিজিটাল সংরক্ষণ আইনের নামে কালো আইন পাশ করা হলো।

এই আইন গুটিকয়েক শিল্পপতি এবং পূজিপতিদের স্বার্থ রক্ষা করবে। এই আইনের দ্বারা কৌশলে সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হলো।

এই আইন দ্বারা মানুষের বাক স্বাধীনতা হরণ হলো। বিরোধী রাজনীতিবীদদের দমন করে একদলীয় এবং একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো।

সর্বপরি এটা রাজতন্ত্রেরই সূচনা হলো। একটি স্বাধীন দেশে এমন আইন পাশ করবার জন্য সরকারকে ধিক্কার জানাচ্ছি। এবং অনতি বিলম্বে এমন জঘন্য আইন বাতিলের জন্য জোর দাবি জানাচ্ছি।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily