স্বাস্থ্যঃ
২৪ ঘণ্টায় দুই চিকিৎসকসহ দেশে আরো ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে। তবে গত এক দিনে দেশে এ ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি ।
আজ ২৭ মার্চ, শুক্রবার বেলা ১১টায় করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ফোন এসেছে তিন হাজার ৩২১টি। এই সময়ের মধ্যে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।’
এখন পর্যন্ত মোট এক হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর মধ্যে নতুন করে পরীক্ষা করা ১০৬ জনের নমুনার মধ্যে চার জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।’
তিনি আরো জানান, নতুন আক্রান্ত চার জনের মধ্যে একজনের বয়স ২০ থেকে ৩০, একজনের বয়স ৩১ থেকে ৪০, একজনের বয়স ৪১ থেকে ৫০ এবং আরেকজন পঞ্চাশোর্ধ্ব।
নতুন চার রোগীর দুইজন ঢাকার ও দুইজন ঢাকার বাইরের বাসিন্দা। এদের দুইজনের শারীরিক আরো কিছু জটিলতা থাকলেও সকলেই সুস্থ আছেন বলেও জানান আইইডিসিআর পরিচালক।