কূটনৈতিকঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এরা উপজেলার বেতনা সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনতে যাচ্ছিলেন।

আজ ৮ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেলে রবিউল ইসলাম (২০) ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে নাজির উদ্দিন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আওরঙ্গজেব জানান, আজ সকালে বেতনা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৬৭২/এস পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতে যাচ্ছিলেন বেশ কয়েকজন বাংলাদেশি।

সীমান্ত পার হওয়ার সময় ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুইজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।

এদের মধ্যে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রবিউল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাজির উদ্দিন মারা যান।

ওসি আওরঙ্গজেব আরো জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily