আর্ন্তজাতিকঃ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলার ঘটনার পর টুইটার থেকে স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে দেশটির বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট।

‘ভবিষ্যতে সহিংসতা উস্কে দেবার ঝুঁকি’ থাকার কারণে গতকাল ৮ জানুয়ারি, শুক্রবার টুইটার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

টুইটার জানায়, ‘@realDonaldTrump অ্যাকাউন্ট থেকে টুইটগুলো গভীর পর্যবেক্ষণ এবং সেটাকে ঘিরে যে প্রেক্ষাপট তৈরি’ হয়েছে তার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি দেশটির নয়া রাষ্ট্রপতি জো বাইডেনের জয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকরা হামলা চালায়। এসময় সেখানে ভাংচুরও চালায় তারা। হামলা-সংঘর্ষের সেই ঘটনায় প্রাণ হারায় ৫ জন।

বিক্ষুব্ধদের সেই সমর্থকদের উদ্দেশে ট্রাম্প টুইটে লিখেছিলেন, ‘আমি তোমাদের ভালোবাসি’। এমনকি হামলাকারীদের ‘দেশপ্রেমিক’হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি।

এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তখন ট্রাম্পের অ্যাকাউন্টটি টুইটার কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য অচল করে রেখেছিল।

তারা ট্রাম্পর্কে সতর্ক করে বলেছিল, তিনি যদি প্লাটফর্মটির নীতিমালা ভঙ্গ করেন তবে তারা তার অ্যাকাউন্টটি চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করবে।

সেই ধারাবাহিকতায় এবার তা বাস্তবায়ন করা হল। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটিতে ৮৯ মিলিয়ন (৮ কোটি ৯০ লাখ) অনুসারী ছিল।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily