তথ্য প্রযুক্তিঃ
প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের স্পার্ক সিরিজে বাংলাদেশে আরও একটি নতুন স্মার্টফোন স্পার্ক ৭ নিয়ে এসেছে।

মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর-এর নতুন এই টেকনো স্পার্ক ৭ এ রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে আরো রয়েছে ৬ হাজার এমএএইচ ব্যাটারি যা ব্যবহারকারীকে দীর্ঘ সময়ের জন্য গেমিং এক্সপেরিয়েন্স দিবে।

টেকনো স্পার্ক ৭ এ রয়েছে এইচডি+ ৬.৫ ইঞ্চি ডট নচ ডিসপ্লে। এতে রয়েছে কোয়াড ফ্ল্যাশের সাথে ১৬ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং সামনে আছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ডুয়েল ফ্ল্যাশ।

স্মার্টফোনটিতে আরও থাকছে এই ফেস আনলক ও আই ট্রাকিং অটোফোকাস, সেইসাথে ক্যামেরা মোড হিসেবে থাকছে টাইম ল্যাপস, স্মাইল শট, সুপার নাইট শট, ২কে এবং বোখে মোডে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।

তারুণ্যের কথা বিবেচনায় রেখে ফোনটি স্প্রুস গ্রীন এবং ম্যাগনেট ব্ল্যাক এই দুটি রঙে বাজারে আনা হয়েছে। তরুণদের অনন্য ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে স্পার্ক (ঝচঅজক) লোগোটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

মাত্র ১১,৯৯০ টাকা মূল্যে স্মার্টফোনটি ২ জুন, ২০২১ তারিখ থেকে বাংলাদেশের সকল রিটেইল আউটলেট এ পাওয়া যাচ্ছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily