টনিকের সাথে পোর্ট ল্যান্ড গ্রুপের সমঝোতা স্বাক্ষর

অনলাইনঃ
টনিক ডিজিটাল হেলথ কেয়ার, পোর্ট ল্যান্ড গ্রুপ লিমিটেডের সাথে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

বন্দরনগরী চটগ্রামে অবস্থিত পোর্ট ল্যান্ড সাত্তার টাওয়ারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। টনিকের পক্ষ থেকে পার্টনারশিপ অ্যান্ড লয়্যালটি-এর হেড অব বিটুবি মোহাম্মদ মোবাইদুর রহমান এবং পোর্ট ল্যান্ড গ্রুপ লিমিটেড থেকে ম্যানেজিং ডিরেক্টর মোঃ মিজানুর রহমান মজুমদার এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এই সমঝোতা চুক্তির আওতায় পোর্ট ল্যান্ড গ্রুপ লিমিটেডের কর্মীরা টনিকের স্বাস্থ্য সম্পর্কিত প্যাকেজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ফোনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ, নগদ টাকার কভারেজ এবং হাসপাতালে বিশেষ ছাড়সহ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সেবা গ্রহণ করার সুযোগ।

১৯৯৮ সালে যাত্রা শুরু করার পর থেকে পোর্ট ল্যান্ড চট্টগ্রাম বন্দরে পরিসর বৃদ্ধি করে চলেছে। তাদের বৈচিত্র্যময় ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে রয়েছে ফিজিক্যাল বাঙ্কার অ্যান্ড লুব সাপ্লাই; এক্সপোর্ট অ্যান্ড ইমর্পোট; শিপ স্পেয়ার পার্টস; ডেক, ইঞ্জিন অ্যান্ড ইলেকট্রিক্যাল গুডস সাপ্লাই; প্রোভিশন সাপ্লাই; শিপ রিপেয়ারিং; শিপ চান্ডেলিং; ড্রাই ডকিং; চিপিং অ্যান্ড মেরিন পেইন্টিং; ওয়াচম্যান সাপ্লাই অ্যান্ড সার্ভিসিং।

সমঝোতা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোর্ট ল্যান্ড গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মিজানুর রহমান মজুমদার; ডিরেক্টর জাকির হোসেন ও এম রবিউল হোসেন বাবু। আরও উপস্থিত ছিলেন, পার্টনারশিপ অ্যান্ড লয়্যালটি-এর হেড অব বিটুবি মোহাম্মদ মোবাইদুর রহমান, কর্পোরেট বিজনেস লিড পারভেজ আহমেদ এবং টনিক-এর বিজনেস ডেভেলপমেন্ট লিড ফারাহ শাহিদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পোর্ট ল্যান্ড গ্রুপ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মিজানুর রহমান মজুমদার বলেন, “প্রতিষ্ঠানের বৃদ্ধি এবং উন্নতি লাভের ক্ষেত্রে আমাদের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা আমাদের কর্মীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিনিয়োগ করে আসছি এবং আমরা বিশ্বাস করি তাদের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টনিকই যথার্থ সমাধান”।

টনিক-এর পার্টনারশিপ অ্যান্ড লয়্যালটি-এর হেড অব বিটুবি মোহাম্মদ মোবাইদুর রহমান বলেন, “স্বাস্থ্যসেবা সাধারনত শারীরিক ও মানসিক ভাবে ভালো থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে বিবেচিত হয়, যা অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। কর্মচারীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করায় আমি পোর্ট ল্যান্ড গ্রুপ’কে সাধুবাদ জানাচ্ছি”।
-শিশির

FacebookTwitter