সারাদেশঃ
গাইবান্ধার ফুলছড়িতে একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে সিমেন্টবোঝাই ট্রাক। নিহত চালকের মৃতদেহ ডুবে যাওয়া ট্রাকে আটকে আছে।
আজ ২৪ আগস্ট, সোমবার সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের বাদিয়াখালী-কালিরবাজ সড়কের ছালুয়া বেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনাটি ঘটে। ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঢাকা থেকে ফুলছড়ি কালিবাজারের দিকে আসছিল অতিরিক্ত সিমেন্টবোঝাই একটি ট্রাক। আজ সকালে বেইলি ব্রিজটি পার হওয়ার সময় ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকের সহকারী তারিকুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও চালক জাহাঙ্গীর আলমের মৃতদেহ ট্রাকের কেবিনে আটকে আছে।
ট্রাকচালক জাহাঙ্গীর ও সহকারী তারিকুল সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। তারা রাজবাড়ী জেলার সদরের বাসিন্দা।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আহম্মেদ এ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। চালক বা অন্য কেউ নিখোঁজ আছেন কি না খুঁজে দেখছে ডুবুরি দল।
-কেএম