আর্ন্তজাতিকঃ
বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রতে আছেন জো বাইডেন। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও তিনিই যে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, ইতোমধ্যে তা প্রায় সবাই জেনে গেছে।
আমেরিকান মুসলমানরা তো বটেই, সারা বিশ্বের মুসলমানদের এক ধরনের নীরব সমর্থন আছে বাইডেনের প্রতি। ইসলাম ও মুসলমানদের প্রতি বাইডেনের ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তাকে এই সমর্থন এনে দিয়েছে।
নির্বাচনের আগের একটি বক্তব্য এক্ষেত্রে উদাহরণ হতে পারে। ওই সময় আমেরিকান মুসলমানদের উদ্দেশ্যে দেয়া বাইডেনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই বক্তব্যের এক পর্যায়ে মহানবী হজরত মোহাম্মদের (সা.) একটি হাদীস উদ্বৃত করেন বাইডেন।
হাদিসটি হলো- তোমরা যদি কোনো অন্যায় দেখো, তাহলে হাত দিয়ে প্রতিরোধ করবে, সেটা সম্ভব না হলে মুখে প্রতিবাদ করবে, তাও সম্ভব না হলে মন থেকে ঘৃণা করবে।
এই হাদিস উদ্বৃত করার পর বাইডেন বলেন, আপনারা (মুসলমানরা) এই দীক্ষা নিয়েই জীবনযাপন করে থাকেন। আমি মনে করি, এই মহান বাণী শুধু আপনাদের জন্য নয়, এই নীতি এবং বিশ্বাস আমেরিকার নীতির সাথেও সামঞ্জস্যপূর্ণ।
আপনাদের এমন একজন প্রেসিডেন্ট বা প্রশাসন প্রাপ্য, যে বা যারা এই নীতি এবং বিশ্বাস বাস্তবায়নে আপনাদের পাশে থাকতে পারবে, আপনাদেরকে সহযোগিতা করবে।
-পি