অনলাইন ডেস্কঃ
চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তবে আর একটি মামলায় মোজাম্মেল পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন থাকায় আপাতত তার কারামুক্তি মিলছে না।
মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর থানার এসআই বজলুর রহমান আদালতের কাছে দাবি করেন, প্রাথমিক তদন্তে রিমান্ডে মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এসআই বজলুর রহমান বলেন, আসামি মোজাম্মেল যাত্রীকল্যাণ সমিতির নাম বলে বিভিন্ন পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির লোকজনের কাছে বিভিন্ন সময় চাঁদা চেয়েছেন এবং নিয়েছেন।
এর আগে ৮ সেপ্টেম্বর চাঁদাবাজির মামলায় মোজাম্মেল হক চৌধুরীর রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।
গত ৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানায় দুলাল নামের এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।
-ডিকে