সারাদেশঃ
জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা ও চট্টগ্রামের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) ভোরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক গণমাধ্যমকে জানান, হাটহাজারীর সহিংসতার ঘটনায় শাহজাহান চৌধুরী সম্পৃক্ত থাকার প্রমাণ রয়েছে।

তারই সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রিমান্ডে এনে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায় শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৫টির বেশি মামলা রয়েছে।

-বি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily