আন্তর্জাতিক ডেস্কঃ
অভিবাসন নীতিমালায় কঠোরতার শিথিল করতে খসড়া আইন অনুমোদন দিয়েছে জাপান।
শিথিলকৃত আইন দুটি নতুন ভিসা শ্রেণি চালু হবে। এর আওতায় যেসব খাতে শ্রমিক সংকট রয়েছে সেখানে বিদেশীদের কাজ করার সুযোগ দেওয়া হবে।
জাপান বিদেশ থেকে সীমিত সংখ্যক শ্রমিক নিয়োগ করে। তবে নতুন নীতিমালার আওতায় নির্মাণ খাত, কৃষি, স্বাস্থ্যসেবা খাতে কর্মী নিয়োগের পথ সুগম হবে।
জাপানে প্রথম শ্রেনির ভিসায় শ্রমিকরা পাঁচ বছর কাজ করতে পারবেন। এছাড়া জাপানিজ ভাষাজ্ঞান ও অন্য খাতে কিছুটা দক্ষতা থাকলে তারা নিজের পরিবার নিয়ে যেতে পারবেন।
দ্বিতীয় শ্রেণির ভিসায় জাপানে কাজ করতে পারবেন আরও উঁচু দক্ষতার অধিকারী শ্রমিকরা।
তারা এমনকি পরবর্তীতে বসবাসের জন্যেও আবেদন করতে পারবেন। তবে এই খসড়া আইন পার্লামেন্টে পাস হতে হবে। বিরোধী দলগুলো ইতিমধ্যেই এর সমালোচনা করছে।
অভিবাসন সুগমের ফলে বেতন ও দেশের অপরাধের হারে প্রভাব পড়তে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে জাপানের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই অভিবাসন আইন শিথিলের কথা বলে আসছে। তারা চায় অন্য দেশগুলো থেকে আরও শ্রমিক গ্রহণ করতে।
প্রধানমন্ত্রী শিনজো আবে অবশ্য জোর দিয়ে বলেছেন, প্রস্তাবিত আইন বিদ্যমান অভিবাসন আইনের সামগ্রিক সংস্কার নয়।
তিনি আইনপ্রণেতাদের বলেছেন, জাপান শুধু সেসব শ্রমিক গ্রহণ করবে যাদের বিশেষ কিছু দক্ষতা রয়েছে। দেশের যেসব খাতে ব্যাপক শ্রমিক সংকট রয়েছে সেখানে কাজ করতে পারবে।
-আরবি