ছাত্রদলের সাধারণ সম্পাদক হতে চান ডালিয়া

অনলাইনঃ
গায়ে শার্ট, চোখে চশমা, জিন্স প্যান্ট। এই আধুনিক পোশাকে স্কুটির ওপর চেপে তিনি ছুটতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরের সামনে।

কারাগারে বন্দি হওয়ার আগে খালেদা জিয়া যতবার আদালতের পথে গুলশানের বাসা থেকে রওনা দিয়েছেন ততবার তার গাড়ির সামনে মোটরসাইকেল প্রটোকল হিসেবে দেখা যেত তাকে।

খালেদার বহরের সামনে থাকতে যেতে বেশ কয়েকবার পুলিশের বাধার মুখেও পড়তে হয়েছে। তবুও হাল ছেড়ে দেননি তিনি। সেই সাহসি তরুণী হলেন ডালিয়া রহমান। তখন থেকেই তিনি আলোচনায়।

তবে এবার সাহসি এই তরুণী লড়ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে। ছাত্রদলের ইতিহাসে প্রথমবারের মতো মহিলা সম্পাদক হতে চান তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে বলেন, ‘আমার সাহস আছে। আছে এগিয়ে যাবার শক্তি। দুঃসময় পাড়ি দিতে নেতৃত্বে আসতে চাই। দলের ঊর্ধ্বতন মহল আমাকে সেই সমর্থন দিচ্ছেন।’

ডালিয়া এর আগে কেন্দ্রীয় ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সহসম্পাদক ছিলেন। আইনে পড়াশোনা শেষ করেছেন সদ্য।

এ ছাড়া তিনি ডেমােক্র্যাসি ইন্টারন্যাশনালের একজন গ্রাজুয়েট ফেলো।

তবে দলের সাধারণ সম্পাদক পদে যদি ডালিয়া রহমান আসেন তবে সেটা হবে ইতিহাস। কারণ এর আগে এই পদে কোনো নারী ছিলেন না। ডালিয়া রহমান সাধারণ সম্পাদক হবেন কি না তা ঠিক হবে আগামী ১৪ সেপ্টেম্বরের ভোটে।

এ বিষয়ে ডালিয়া বলেন, বিএনপি সব সময় আধুনিক দল। সাধারণ সম্পাদক হয়ে রাজনৈতিক দূবৃর্ত্তায়নের হাত থেকে দেশকে রক্ষা করা। এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারা মুক্ত করাই তাঁর উদ্দেশ।

-শিশির

FacebookTwitter