বিনোদনঃ
করোনাভাইরাসের কারণে আর্থিক কষ্টে থাকা চলচ্চিত্রের মানুষদের জন্য তিন কোটি টাকা অনুদান দিচ্ছে তথ্য মন্ত্রণালয়।

অনুদান নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ‘কষ্টে থাকা ৩০০ অভিনয়শিল্পী, পরিচালক, কলাকুশলীদের মাঝে এই অনুদান দেওয়া হবে। চলচ্চিত্রের সংগঠনগুলোর প্রতিনিধিদের বৈঠকে শিগগিরই তাদের তালিকা প্রস্তুত করা হবে।’

দেশে করোনাভাইরাস সংক্রমণের ফলে টানা আড়াই মাস চলচ্চিত্রের শুটিং ও সিনেমা হল বন্ধ রয়েছে। এতে প্রায় ‘৩০০ কোটি টাকা’ ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রযোজক-পরিবেশক সমিতি।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily