গণফোরামের শপথ নেওয়ার ইঙ্গিত

অনলাইনঃ
বিএনপিকে রেখেই সংসদে যাওয়ার ইঙ্গিত দিয়েছে গণফোরাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিতদের সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দলের সভাপতি ড. কামাল হোসেন।

শপথের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ড. কামাল হোসেন বলেন, তারা বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।

শনিবার বিকেলে রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

এ সময় ড. কামাল বলেন, গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না তা এখনো চূড়ান্ত হয়নি। তবে তাদের সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সাত আসনে জয় পায়। ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম দুই আসনে জয় পায়। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মনসুর এবং গণফোরাম নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হন।

সংবাদ সম্মেলনে সুলতান মনসুরও ছিলেন। এছাড়া সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিকসহ ছিলেন গণফোরামের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

-পিকে

FacebookTwitter