আইন আদালতঃ
বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম হোতা হৃদয়কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়নগঞ্জের ভুলতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান: নারায়নগঞ্জের ভুলতা এলাকায় ডিবি পূর্ব বিভাগের একটি টিম অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে হৃদয় ডিবি হেফাজতে রয়েছে।

শনিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান মা তাসলিমা রেনু (৪০)। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গনপিটুনিতে হত্যা করা হয়।

এ ঘটনায় এদিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily