অনলাইন ডেস্কঃ

কারাগারে অন্তরীণ বেগম খালেদা জিয়া কেন শুনানিতে অংশ নিতে চাইছেন না, সে বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাঁর দুই আইনজীবীকে কারাগারে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন আদালত।

শারীরিক অসুস্থতার কারণে, নাকি অন্য কোনো কারণে মামলার যুক্তিতর্কে অংশ নিতে চাইছেন না সাক্ষাৎ করে দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া সেটি জেনে আসবেন। একটি আবেদনের শুনানি শেষে আদালত বলেছেন, তাঁরা জেল কোড অনুযায়ী সাবেক এ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পাবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে কারাগার চত্বরে আদালত স্থাপনের পর তৃতীয় দিনের মতো শুনানি হয়। শুনানির শুরুতেই খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে এই আবেদন দাখিল করেন। পরে তার ওপর শুনানি হয়। আদালত আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন বিচারক ড. মো. আক্তারুজ্জামান।

আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে বরাবরের মতো আজও সকাল থেকেই ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ওই এলাকার বাসিন্দাদের কড়া তল্লাশির মধ্য দিয়ে যাতায়াত করতে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল পৌনে ১১টার দিকে ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এজলাসে প্রবেশ করেন। এর কিছু আগেপরে সেখানে আসেন খালেদা জিয়া, দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সাংবাদিকরাও মোবাইল রেখে আদালতে প্রবেশ করেন।

৫ সেপ্টেম্বর মামলার কার্যক্রমে আইনজীবীরা না গেলেও খালেদা জিয়া হুইলচেয়ারে করে আদালতে আসেন  এবং আদালতে ৩০ মিনিটের মতো ছিলেন। বিচারকের সামনে একটি হুইলচেয়ারে তিনি বসে থাকেন। এ সময় তাঁকে বিমর্ষ দেখাচ্ছিল। তাঁর হাত-পা এবং মাথা কাঁপছিল। তাঁর সঙ্গে এ সময় তাঁর গৃহকর্মী ফাতেমা ছিলেন। ফাতেমার হাতে ছিল একটি ছোট ব্যাগ।

এ সময় খালেদা জিয়া আদালতকে বলেন, জজ সাহেবের কাছে কোনো কথা বা নিবেদন করা যায় না। উনি তারিখ দিয়ে উঠে চলে যান। আমাদের কারো কথা শুনেন না। সরকারের হুকুমে এবং নির্দেশে তিনি সব কিছু পরিচালনা করছেন। আমার পায়ে ব্যথা। ডাক্তার আমাকে পা সব সময় উঁচু করে রাখতে বলেছেন। হাতেও প্রচণ্ড ব্যথা। আমাকে জোর করে এখানে আনা হয়েছে। আমি খুবই অসুস্থ। আমি ঘন ঘন কোনো হাজিরা দিতে পারব না। রায় তো লেখাই আছে। আমার হাত-পা প্যারালাইজড হয়ে যাচ্ছে। আপনাদের যা ইচ্ছা রায় দেন, যত খুশি সাজা দিয়ে দেন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily