খালেদাজিয়ার ‍মুক্তি: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে আবেদন

খালেদাজিয়ার ‍মুক্তি: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে আবেদন
খালেদাজিয়ার ‍মুক্তি: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে আবেদন

অনলাইনঃ

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের প্রেক্ষাপটে এবং মুজিববর্ষ উপলক্ষে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী বরাবর মঙ্গলবার ডাকযোগে আবেদনটি পাঠান এই আইনজীবী।

এই আবেদনে ইউনুছ আলী আকন্দ লিখেছেন: মুজিববর্ষ পালন উপলক্ষে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মানবিক কারণে তাকে জেল থেকে মুক্তির আরজি জানাচ্ছি। কারণ বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। এমন প্রেক্ষাপটে বিভিন্ন দেশে বন্দিদের মুক্ত করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় খালেদা জিয়াসহ সকল অসুস্থ্য, বৃদ্ধা জ্যেষ্ঠ মহিলা নাগরিকদের দণ্ড মওকুফের জন্য জনস্বার্থে আর্জি জানাচ্ছি।

খালেদার মুক্তির আবেদনে আরো বলা হয়েছে: আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে স্বাধীনতা যুদ্ধের একজন সাহসী বীর উত্তম খেতাবধারীর স্ত্রীকে এভাবে জেলে রেখে শতবর্ষ পালন করতেন না।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে করা এই আবেদন বলা হয়: খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে একইসঙ্গে আন্দোলন করেছেন। সে আন্দোলনের ফলে দেশে গণতন্ত্র ফিরে আসে। এই দুই নেত্রীর মধ্যে একজন কারাগারে। এটা বেমানান।

তাছাড়া বাংলাদেশসহ সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় একজন সাবেক প্রধানমন্ত্রী ও অসুস্থ ব্যক্তির মুক্তির জন্যই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি।

-কেএম

FacebookTwitter